Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্লাব বিশ্বকাপ ২০২৫
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এমবাপে

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০২৫ ২০:০০

হাসপাতালে ভর্তি এমবাপে

ক্লাব বিশ্বকাপের এবারের আসরের শুরু থেকেই অসুস্থ তিনি। রিয়াল মাদ্রিদের হয়ে টুর্নামেন্টের প্রথম ম্যাচে আল হিলালের বিপক্ষে মাঠে নামতে পারেননি কিলিয়ান এমবাপে। এবার জানা গেল, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

গত কয়েকদিন ধরেই তীব্র জ্বরে ভুগছিলেন এমবাপে। অসুস্থতার কারণে এবারের ক্লাব বিশ্বকাপে কবে মাঠে নামতে পারবেন তিনি, সে নিয়েই ছিল শঙ্কা। এবার জ্বরের সঙ্গে হঠাৎ বমি, পেট ব্যথা ও ডায়রিয়া দেখা দিয়েছে তার। এমবাপেকে তাই নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এক বিবৃতিতে রিয়াল জানিয়েছে, ‘আমাদের খেলোয়াড় এমবাপে তীব্র গ্যাস্ট্রোএন্টেরাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা কর হবে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমরা তার সুস্থতা কামনা করছি।’

বিজ্ঞাপন

আগামী ২৩ জুন পাচুকা ও ২৭ জুন সলজবুর্গের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে মাঠে নামবে রিয়াল। প্রথম ম্যাচে আল হিলালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিলেন তারা।

এমবাপের শারীরিক অবস্থা ঠিক কতোটা গুরুতর সে ব্যাপারে নিশ্চিত না করলেও ধারণা করা হচ্ছে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে তার মাঠে নামার সম্ভাবনা ক্ষীণ। রিয়াল পরের রাউন্ডে উঠলেই কেবল এমবাপেকে খেলতে দেখা যেতে পারে।

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর