Saturday 30 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলে ফের ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুন ২০২৫ ২১:১৮ | আপডেট: ১৯ জুন ২০২৫ ২১:২০

ছবি: সংগৃহীত

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে তাদের দেশের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এই হুমকি মোকাবিলায় সক্রিয় রয়েছে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে, তারা ইরান থেকে ইসরায়েলের দিকে সম্প্রতি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্ত করেছে। তারা আরও জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এই হুমকি প্রতিহত করতে কার্যকরভাবে কাজ করছে।

এদিকে, ইসরায়েলি জনসাধারণকে সুরক্ষিত এলাকায় আশ্রয় নিতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর