Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক ইলিশ সাড়ে ৬ হাজার টাকা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৫ ২২:৩০ | আপডেট: ২০ জুন ২০২৫ ১৪:৩৬

ভোলার মেঘনায় ধরাপড়া ‘রাজা ইলিশ’

ভোলা: ভোলার মেঘনা নদীতে ২ কেজি ৭০ গ্রাম ওজনের একটি ‘রাজা ইলিশ’ ধরা পড়েছে। জেলেদের জালে ধরাপড়া ইলিশ মাছটি সাড়ে ৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্প‌তিব‌ার (১৯ জুন) দুপুরে ভোলা সদর উপজেলার ধনিয়া তুলাতলি মাছঘাটে স্থানীয় মাছ ব্যবসায়ীদের উপস্থিতিতে ডাকের (নিলাম) মাধ্যমে ৬ হাজার ৪৮০ টাকায় বিক্রি হয়। ঘাটটির আড়ৎদার মো. কামাল হোসেন ইলিশটি কিনেছেন।

আড়ৎদার মো. কামাল হোসেন জানান, দুপুরে ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের জেলে মো. তছির মাঝির জালে ধরা পড়ে এই ‘রাজা ইলিশটি’। তছির মাঝি মাছটি তুলাতলি মাছঘাটে নিয়ে আসার পর নিলামের মাধ্যমে তিনি সর্বোচ্চ দামে এটি কেনেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, মাছটির ডাক শুরু হয়েছিল দেড় হাজার টাকা থেকে এবং বাড়তে বাড়তে ৬ হাজার ৪৮০ টাকায় শেষ হয়। কামাল হোসেন আশা করছেন- এই মাছটি তিনি বরিশালের আড়তে সাড়ে ৭ থেকে ৮ হাজার টাকায় বিক্রি করতে পারবেন।

উল্লেখ্য, ২ কেজি বা তার বেশি ওজনের ইলিশ স্থানীয়ভাবে রাজা ইলিশ হিসেবে পরিচিত।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, ইলিশ ধরায় বিগত দিনের নিষেধাজ্ঞা সফল হওয়ায় এবং নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংসে অভিযান অব্যাহত থাকায় জেলেরা এখন বড় আকারের ইলিশ পাচ্ছেন। ভবিষ্যতেও সকল অভিযান সফলভাবে সম্পন্ন করা হবে। এতে আরও বড় আকারের ইলিশ ধরা পড়বে।

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর