Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেললাইনে বসে আড্ডা, ট্রেনের নিচে প্রাণ গেল ৩ সহকর্মীর

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৫ ২৩:১৮ | আপডেট: ২০ জুন ২০২৫ ১৪:৩৬

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে তিন তরুণের মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ জানিয়েছে, তারা রেললাইনে বসে আড্ডা দিচ্ছিলেন। বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৮টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আরাফাত হোসেন, আনিস ও রিয়াজ। এদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। সবার বাড়ি মধ্যম সোনাপাহাড় গ্রামে। তারা মীরসরাইয়ে ইস্পাত কারখানা বিএসআরএম-এ ট্রাক চালকের সহকারী হিসেবে কর্মরত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘কারখানার অদূরে রেললাইনের ওপর বসে আড্ডা দিচ্ছিলেন তিনজন। চট্টগ্রাম থেকে ঢাকামুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন এই এলাকা অতিক্রমের সময় তিনজন কাটা পড়ে। রাতের আঁধারে ট্রেন চলে আসার বিষয়টি তারা টের পাননি বলে আমাদের ধারণা।’

বিজ্ঞাপন

রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে ওসি জানান।

সারাবাংলা/আরডি/পিটিএম

চট্টগ্রাম টেনে কাটা প্রাণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর