Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্লাব বিশ্বকাপ ২০২৫
বোতাফোগোর কাছে হেরে গেল ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি

স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০২৫ ০৯:২১ | আপডেট: ২০ জুন ২০২৫ ১৪:৩৫

ক্লাব বিশ্বকাপে বোতাফোগোর কাছে পিএসজির হার

ঘরোয়া লিগে ট্রেবল জেতা পিএসজি এই মৌসুমে জিতেছে বহু আরাধ্য চ্যাম্পিয়নস লিগও। ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। তবে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই বড় ধাক্কা খেল তারা। ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর কাছে ১-০ গোলে হেরে গেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

রোজ বোল স্টেডিয়ামে গ্রুপ বিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে বোতাফোগোর মুখোমুখি হয়েছিল পিএসজি। পুরো ম্যাচজুড়ে গোলের জন্য হন্যে হয়ে খেটেছেন পিএসজির ফরোয়ার্ডরা।

তবে পিএসজিকে চমকে দিয়ে ম্যাচে লিড নেয় বোতাফোগো। ৩৬ মিনিটে ইগোর হেসুসের গোলে এগিয়ে যায় বোতাফোগো। ম্যাচের বাকিটা সময় অনেক সুযোগ তৈরি করেও সমতা ফেরাতে পারেনি পিএসজি।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বোতাফোগো। এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে বোতাফোগো। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পিএসজি।

আগামী ২৪ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিয়াটল সাউন্ডার্সের মুখোমুখি হবে পিএসজি। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে সেই ম্যাচে জয়ের বিকল্প নেই পিএসজির সামনে।

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন

সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ
১৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩০

আরো

সম্পর্কিত খবর