Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢলে ভেসে যাওয়া নিখোঁজ মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৫ ১৮:৪৬

নিহত মেহরাব হোসাইন

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের বড়ইতলী ঝরনা দেখতে গিয়ে ঢলের পানিতে নিখোঁজ মাদরাসাছাত্র মেহরাব হোসাইনের (১৮) মরদেহ উদ্ধার হয়েছে।

নিখোঁজের চারদিন পর শুক্রবার (২০ জুন) বিকেলে পরিবারের লোকজন মরদেহ শনাক্ত করেন। এর আগে মঙ্গলবার (১৭ জুন) দুপুরে পাহাড়ি ঢলে ভেসে যায় মেহরাব।

মরদেহ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন মেহরাবের জেঠাতো ভাই সাজেদুল করিম।

নিহত মেহরাব হোসাইনের বাড়ি কক্সবাজারের উখিয়ার মরিচ্যায়। সে চট্টগ্রামের একটি মাদরাসায় দাখিল শ্রেণির শিক্ষার্থী ও কোরআনের হাফেজ ছিলেন। তারা ১৮জন পর্যটক ঝরনা দেখতে আসেন।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক, মঙ্গলবার দুপুরে ঝর্ণার পাশ দিয়ে বয়ে যাওয়া বড়ইতলী খালের পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে যায় শিক্ষার্থী মেহরাব। নিখোঁজের চারদিন পর মরদেহ উদ্ধার হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর