Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৫ ২১:১৫ | আপডেট: ২১ জুন ২০২৫ ০০:০৬

পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইকবাল বাহার

ঢাকা: পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইকবাল বাহারকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। সর্বশেষ তিনি রাজধানীর রাজারবাগ টেলিকমের অতিরিক্ত আইজিপি ছিলেন।

শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরে রাত ৯টার দিকে ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ইকবাল বাহার এখন ডিবি হেফাজতে আছেন।’

ইকবাল বাহারকে কোনো মামলায় গ্রেফতার করা হয়েছে কিনা, সে বিষয়ে এখনো কিছু জানায়নি পুলিশ।

ইকবাল বাহার এর আগে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে অতিরিক্ত আইজিপি হিসেবে রাজারবাগ টিঅ্যান্ডআইএমে বদলি করা হয়। ২০১৯ সালে সেখান থেকে তিনি অবসরে যান।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এইচআই

আটক ইকবাল বাহার ডিবি পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক