Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭৮২

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৫ ২১:২৬ | আপডেট: ২১ জুন ২০২৫ ০০:০৬

ঢাকা: সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ২০৩ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২০ জুন) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় পুলিশের চলমান অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ২০৩ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় একটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, ২টি একনলা, ৪৬ রাউন্ড কার্তুজ, ৪টি রামদা, ৩টি চাকু, একটি লোহা কাটার কেচি, ২টি শাবল, ৬টি এলজি, ২টি চাপাতি, ৪টি ছুরি, ৭টি তরবারি, ২টি হাসুয়া, একটি ড্রেগার এবং একটি রাইফেলের বাট জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সারাবাংলা/এমএইচ/এসআর

গ্রেফতার পুলিশের অভিযান বিশেষ অভিযান

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর