Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৫ ২১:৫২

ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান শুক্রবার (২০ জুন) নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন এপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. এরফানুল হক।

নারায়ণগঞ্জ সার্কিট হাউজে পৌঁছালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

সিনিয়র সচিবকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। তিনি সার্কিট হাউজ মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা শাখার কর্মকর্তাদের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন। এই সভায় জেলা প্রশাসনের উন্নয়ন কর্মকাণ্ড, সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজ্ঞাপন

পরিদর্শনের এক পর্যায়ে সিনিয়র সচিব নারায়ণগঞ্জ জেলার ঐতিহাসিক নিদর্শন হাজীগঞ্জ দুর্গ পরিদর্শনে যান। সেখানে তিনি পরিবেশ সংরক্ষণ ও সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে একটি নারকেল গাছের চারা রোপণ করেন। পরে শহরের প্রধান সড়ক নারায়ণগঞ্জ-চাষাড়া লিংক রোডের সড়কদ্বীপে তিনি একটি গোলাপী ট্রাম্পেট গাছের চারা রোপণ করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে জানানো হয়, ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য আরও বিভিন্ন জাতের ফুল ও বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে।

দিনব্যাপী কর্মসূচির বিভিন্ন অংশে সিনিয়র সচিব জেলার সার্বিক অগ্রগতি, পরিবেশ সংরক্ষণ ও নাগরিক সেবার মান বৃদ্ধিতে জেলা প্রশাসনের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। তিনি ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে উৎসাহিত করেন।

সারাবাংলা/ইউজে/এইচআই

জনপ্রশাসন মন্ত্রণালয় নারায়ণগঞ্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর