Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডেও সেঞ্চুরি, জসওয়ালের অনন্য রেকর্ড

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২৫ ০৯:৩৬

ইংল্যান্ডের মাটিতেও প্রথম টেস্টে সেঞ্চুরি পেলেন জসওয়াল

গত নভেম্বরে প্রথমবার অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন তিনি। প্রথম ইনিংসে শূন্য রানে ফিরলেও দ্বিতীয় ইনিংসেই ইয়াসাভি জসওয়াল করেন দুর্দান্ত এক সেঞ্চুরি। অস্ট্রেলিয়া সফরের পর এবার ইংল্যান্ড সফরের প্রথম ম্যাচেও তিন অংক ছুঁলেন এই ভারতীয় ওপেনার। আর এতেই অনন্য এক কীর্তি গড়েছেন ২৩ বছর বয়সী জসওয়াল। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন তিনি।

পার্থ টেস্টে প্রথম ইনিংসে শূন্য রানে ফিরেছিলেন জসওয়াল। সমালোচনার জবাবটা দ্বিতীয় ইনিংসেই দিয়েছেন তিনি। ১৬১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন তিনি। পার্থের পর হেডিংলিতেও দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। হাফ সেঞ্চুরি ছুঁতে তার লাগে ৯৬ বল। সেখান থেকে পরের ৪৮ বলেই জসওয়াল পূর্ণ করেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১০১ রান বেন স্টোকসের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি।

বিজ্ঞাপন

পার্থের পর হেডিংলিতেও সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন জসওয়াল। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে নিজের প্রথম অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরে সেঞ্চুরির কীর্তি গড়লেন তিনি।

জসওয়ালের আগে ইংল্যান্ডের মাটিতে নিজের প্রথম টেস্টে সেঞ্চুরি পেয়েছেন বিজয় মাঞ্জরেকার, আব্বাস আলি বেগ, সন্দিপ পাতিল, সৌরভ গাঙ্গুলি, মুরালি বিজয় ও এবার জসওয়াল।

সব দেশ মিলিয়ে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মাটিতে নিজের প্রথম টেস্টে সেঞ্চুরি পাওয়া পঞ্চম ক্রিকেটার জয়সওয়াল।

সারাবাংলা/এফএম

ইয়াসাভি জসওয়াল ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজ রেকর্ড সেঞ্চুরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর