Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ড এলাকার জায়গায় স্থাপনা উচ্ছেদ

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৫ ১৩:৩৮ | আপডেট: ২১ জুন ২০২৫ ১৪:০৫

অবৈধভাবে নির্মিত ৩৫টি বসতবাড়ি স্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

কুষ্টিয়া: কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

শনিবার (২১ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাহিদ হাসানের নেতৃত্বে শহরের চৌড়হাঁস পশ্চিমপাড়া জিকে ক্যানেলের পাশে অবৈধভাবে নির্মিত ৩৫টি বসতবাড়ি স্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

এ সময় ভুক্তভোগী ও এলাকাবাসী বাধা দেওয়ার চেষ্টা করলে সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাশিদুর রহমান বলেন, ‘কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত সমস্ত স্থপনা উচ্ছেদ করা হবে। এরই অংশ হিসেবে আজ চৌড়হাঁস এলাকায় জিকের জায়গায় অবৈধভাবে নির্মিত ৩৫টি স্থাপনা উচ্ছেদ করা হলো।’ এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

এদিকে, প্রায় ৫০ বছর ধরে বসবাস বাসিন্দারা বসতবাড়ি ভেঙে দেওয়ায় কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগীরা।

সারাবাংলা/এসডব্লিউ

অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ