চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সত্তরোর্ধ এক নারীর মৃত্যু হয়েছে। তবে তিনি ক্যান্সারেও ভুগছিলেন বলে জেলা সিভিল সার্জন জানিয়েছেন। নতুন করে সংক্রমণ শুরুর পর চট্টগ্রামে এ নিয়ে দুজনের মৃত্যুর তথ্য পাওয়া গেল।
শনিবার (২১ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের এক প্রতিবেদনে গত ২৪ ঘন্টায় একজনের মৃত্যুর পাশাপাশি আরও ৬ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার তথ্য দেওয়া হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট ৬২ জন করোনায় আক্রান্ত হলেন, যার মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।
জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী সারাবাংলাকে জানিয়েছেন, ৭১ বছর বয়সী নারী ফজিলাতুন্নেছা চট্টগ্রাম নগরীর বাকলিয়ার বাসিন্দা ছিলেন। কোভিড শনাক্ত হওয়ার পর গত ১৭ জুন তাকে চট্টগ্রামের সরকারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২০ জুন) তার মৃত্যু হয়েছে।
ফজিলাতুন্নেছা দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন বলে সিভিল সার্জন জানান।
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ ছয়টি ল্যাবে ৭১ জনের নমুনা পরীক্ষা করে গত ২৪ ঘন্টায় ৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের সবাই চট্টগ্রাম নগরীতে বসবাস করেন।
এ নিয়ে সরকারি হিসেবে চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬২ জনে, যার মধ্যে ৫৫ জনই নগরীর বাসিন্দা। মৃত্যু হয়েছে দুজনের।