Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে ফিরেছেন ৪০ হাজার ৫২০ হাজি

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৫ ১৪:৩৫ | আপডেট: ২১ জুন ২০২৫ ১৭:৩০

ছবি: সংগৃহীত

ঢাকা: সৌদি আরব থেকে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪০ হাজার ৫২০ জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৬ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় ৩৫ হাজার ৫১৪ জন রয়েছেন।

শুক্রবার (২০ ‍জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস, ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

সর্বশেষ বুলেটিনে আরো বলা হয়েছে, এখন পর্যন্ত ১০৩টি ফিরতি হজ ফ্লাইটে দেশে ফেরা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ১৬ হাজার ২৬২ জন হাজি, সৌদি এয়ারলাইনসের ১৬ হাজার ৯৩৩ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ৭ হাজার ৩২৫ জন হাজি দেশে ফিরেছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল আর শেষ ফ্লাইট ৩১ মে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় গত ১০ জুন। যা চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

সারাবাংলা/এনএল/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর