Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় ৮৪% ইরানির সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক
২১ জুন ২০২৫ ১৭:২৭ | আপডেট: ২১ জুন ২০২৫ ১৭:৩৪

ছবি: সংগৃহীত

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি এর গবেষণা কেন্দ্রের প্রধানের ঘোষণা অনুযায়ী, ৮৪ শতাংশ ইরানি জনগণ ইসরায়েলের হামলার জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে সমর্থন করেছে।

শনিবার (২১ জুন) মেহের নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মোহসেন শাকেরি নেজাদ আরও জানিয়েছেন, জনমত জরিপ অনুসারে, ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ৮৬ শতাংশ ইরানি তাদের দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও জোরদার করার পক্ষে।

শুক্রবার সন্ধ্যায় ইসলামিক রেভল্যুশন গার্ডস কোর এক বিবৃতিতে জানায়, ‘অপারেশন ট্রু প্রমিজ-৩’-এর ১৭তম ধাপ অধিকৃত অঞ্চল জুড়ে এবং বিভিন্ন লক্ষ্যবস্তুতে চালানো হয়েছে। এর মধ্যে ছিল সামরিক কেন্দ্র, প্রতিরক্ষা শিল্প, কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান সমর্থনকারী সংস্থা এবং নাভাতিম ও হাতজেরিম বিমান ঘাঁটি।

বিজ্ঞাপন

আইআরজিসি আরও উল্লেখ করেছে, আল-আকসা স্টর্ম অপারেশন শুরুর পর থেকে এই কেন্দ্রগুলো গাজা, লেবানন, ইয়েমেনের নিপীড়িত জনগণ এবং ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে পরিচালিত ‘দুষ্টু’ অভিযানের কেন্দ্রবিন্দু ছিল।

আইআরজিসি জোর দিয়ে বলেছে, তেল আবিব, হাইফা এবং বি’য়ের শেভা শহরে ব্যাপক অগ্নিসংযোগ ও নির্ভুল আঘাত প্রমাণ করে যে অপরাধী শাসকগোষ্ঠী সম্পূর্ণরূপে শাস্তি না পাওয়া পর্যন্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আক্রমণাত্মক শক্তি বাড়তে থাকবে।

সারাবাংলা/এইচআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর