Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ১১:২০ | আপডেট: ২২ জুন ২০২৫ ১১:৪১

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কায় চালক সুজন খান (৪৮) নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের মির্জাপুর বাওয়ার কুমারজানী মা সিএনজি পাম্পসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত চালক সুজন খান বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার জিরাইল গ্রামের ইউনুছ খানের ছেলে।

জানা গেছে, রাত ৩টার দিকে মহাসড়কের ওইস্থানে টাঙ্গাইলগামী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মারা যান। পরে পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর