ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানার সাজেদুর রহমান ওমর হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ তিন জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত এ আদেশ দেন।
অপর আসামিরা হলেন- সাবেক নৌ পরিবহণমন্ত্রী শাজাহান খান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
এদিন তিনজনকেই আদালতে হাজির করে পুলিশ। পরে তাদের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে মঞ্জুর করেন বিচারক। রিমান্ড মঞ্জুর শেষে আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওসময় সাংবাদিকদের দেখে হেসে দেন শাজাহান খান।
এছাড়া রিমান্ড শুনানির সময় পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকীকে উদ্দেশ্য করে কথাও বলেন তিনি। শাজাহান খান বলেন, ‘বিজ্ঞ পিপি সাহেব উনি বিএনপির বড় নেতা। ভূতুড়ে মামলায় বারবার আমাদের রিমান্ডে নিচ্ছেন কেন?’
জবাবে পিপি ওমর ফারুক ফারুকী বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে তারা গণভবনে বসে নীতিনির্ধারণী বৈঠক করেছে। শাজাহান খান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। তারা সাধারণ আসামি নয়। তারা গণমাধ্যমে এসে স্বীকার করেছেন, আন্দোলনকারীদের ছাড় দেওয়া হবে না। দমন করা হবে।
তিনি আরও বলেন, আমরা এসব ঘটনায় কোনো মামলা করিনি। ভুক্তভোগীদের আত্মীয়রা করেছেন। রিমান্ডেও আমরা নেই না। আমাদের শুনানি করার কাজ। সেটা আমরা করি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ জুলাই দুপুর আড়াইটার দিকে যাত্রাবাড়ীর কাজলা ফুটওভার ব্রিজের নিচে ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ওমর। ওইদিন বিকেলে আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট তার মৃত্যু হয়। এ ঘটনায় চলতি বছরের ৩ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮১ জনের বিরুদ্ধে মামলা করেন সৈয়দ তানভীর আহমেদ।