Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে খোলা ড্রেনে শিশুর মৃত্যু: হাইকোর্টের রুল

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৫ ১৪:৫৩ | আপডেট: ২৩ জুন ২০২৫ ১৬:৪২

হাইকোর্ট। ছবি: সারাবাংলা

ঢাকা: চট্টগ্রামের কাপাসগোলা মোড়ে খোলা ড্রেনে পড়ে ছয় মাসের শিশু শেহরিশের মৃত্যুর ঘটনায় কতৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (২৩ জুন) বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে চট্টগ্রামের এলজিআরডি মন্ত্রণালয়, ওয়াসাসহ সাতজনকে রুলের জবাব দিতে বলা হয়।

রিটকারী আইনজীবী ইশরাত হাসান বলেন, চট্টগ্রামের খাল ও নালায় পড়ে গত কয়েক বছরে ১২ জনের মৃত্যু হয়। নিখোঁজ হয়েছেন দুইজন। আহত হয়েছে আরও অনেকে।

এর আগে, ৪ জুন এ ঘটনায় রিট করেন এই আইনজীবী। জনস্বার্থে রিটটি করেন তিনি। এতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকসহ সাতজনকে বিবাদী করা হয়।

বিজ্ঞাপন

রিটে বলা হয়, নগর পরিকল্পনা-অবকাঠামো ব্যবস্থাপনায় চরম গাফিলতি ও দায়িত্বে নিয়োজিতদের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এ ধরনের উদাসীনতা বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে প্রতিশ্রুত নাগরিকের জীবনের অধিকার-নিরাপত্তা লঙ্ঘন করে।

রিটে খোলা ড্রেন ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাভুক্ত এলাকায় সব খোলা ড্রেন, খাল ও ঝুঁকিপূর্ণ জায়গার তালিকা প্রস্তুত করে একটি পরিকল্পনা দাখিল করার পূর্বক ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়।

সারাবাংলা/আরএম/ইআ

খোলা ড্রেন শিশুর মৃত্যু হাইকোর্টের রুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর