রাজবাড়ী: জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার মামলায় আওয়ামী লীগ নেতা মো. রমজান আলীকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৩ জুন) সকালে সদর উপজেলার দাদশী ইউনিয়নের কামালদিয়াকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রমজান আলী দাদশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং কামালদিয়াকান্দি গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে।
মামলার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে সদর থানার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সাধারণ জনগণের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। হামলাকারীরা তাদের ওপর এলোপাতাড়িভাবে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়ে। এই মারপিট ও গুলিতে জুবাইদা ইসলাম সোহানা, তুষার পাটোয়ারী, সান সরদার, ত্রিয়াশা, আয়েশা, সিনথিয়া, আসমা খাতুন, তাওহিদ রাব্বি, মুন্না, বিল্লাল হোসাইনসহ আরও অনেকে গুলিবিদ্ধ ও আহত হন।
ঘটনার পর গত ২ সেপ্টেম্বর সদর উপজেলার খানখানাপুর (বেপারীপাড়া) গ্রামের মো. তারেখ খানের ছেলে মো. জিসান হোসাইন খান বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় এজাহারনামীয় ১৪ জন আসামিসহ অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করা হয়।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে রমজান আলীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।