ঢাকা: ১ জুলাই থেকে সরকারি কর্মচারীদের মতো বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও ‘বিশেষ সুবিধা’ বাড়ছে। এই সুবিধার হার হবে ১০ থেকে ১৫ শতাংশ। এ সুবিধার আওতায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বাড়বে কমপক্ষে ১ হাজার ৫০০ টাকা।
সোমবার (২৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মোসা. শরীফুন্নেসার সই করা এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন-স্কেলের তুলনীয় গ্রেড-৯ হতে তদূর্ধ্ব গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা আগামী ১ জুলাই হতে প্রতিবছর ১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ১০ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন।
আদেশে আরও বলা হয়, গ্রেড-১০ হতে তদনিম্ন গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা আগামী ১ জুলাই হতে প্রতি বছর ১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ১৫ শতাংশ হারে, তবে ১ হাজার ৫০০ (এক হাজার পাঁচশত) টাকার কম নয়, ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন।
এর আগে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলরুবা শাহীনার সই করা পৃথক একটি অফিস আদেশে সরকারি চাকরিজীবীদের জন্য ‘বিশেষ সুবিধা’ বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, সরকারি কর্মচারীদের জন্য এই পরিমাণ বৃদ্ধি করে ন্যূনতম ১ হাজার ৫০০ টাকা এবং অবসরভোগীদের জন্য ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল যথাক্রমে ১ হাজার এবং ৫০০ টাকা।
প্রসঙ্গত, বর্তমানে দেশে এমপিওভুক্ত ২৯ হাজার ১৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষক-কর্মচারী কর্মরত আছেন।