Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোনো ধরনের মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ১৪:৩৮ | আপডেট: ২৪ জুন ২০২৫ ১৭:৪৮

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ‘কোনো ধরনের মব জাস্টিসকে প্রশ্রয় দেওয়া হবে না। মব সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে এবং পুলিশের কোনো গাফিলতি থাকলেও ব্যবস্থা নেওয়া হবে।’

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে ডিএমপির সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনে ছিনতাই-চাঁদাবাজি-ডাকাতির মামলা দেওয়া হবে।’

তিনি বলেন, ‘উত্তরায় সাবেক সিইসি নূরুল হুদাকে মব সৃষ্টির ঘটনায় একজন গ্রেফতার হয়েছে। একটা মামলাও নিয়েছি। আমরা মব জাস্টিস অ্যালাউ করছি না।’

বিজ্ঞাপন

ডিএমপি কমিশনার বলেন, ‘মব জাস্টিসের এক দুটি ঘটনায় পুলিশ অফিসারদের কর্তব্যে অবহেলার কারণে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগে যে পরিমাণ মব জাস্টিস ছিল এখন আর সেই পরিমাণ নেই। কেউ যেন কোনো অপরাধীকে ধরার জন্য না যায়। আপনারা পুলিশকে খবর দেবেন, আমরা সেখানে যাব, আমরা তাদের ধরব। কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না।’

এর আগে, গত রোববার রাজধানীর উত্তরার বাসায় ঢুকে একদল জনতা নূরুল হুদাকে বের করে আনেন। পরে জুতার মালা পরিয়ে তাকে হেনস্তা করে পুলিশে সোপর্দ করেন। এমনকি জুতা দিয়ে নূরুল হুদাকে আঘাত ও ডিম নিক্ষেপের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর