Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অযৌক্তিক: উন্নয়ন সমন্বয়

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ১৬:১২ | আপডেট: ২৪ জুন ২০২৫ ১৭:৪৭

ঢাকা: আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অযৌক্তিক বলে অভিমত ব্যক্ত করেছে বেসরকারি সংস্থা উন্নয়ন সমন্বয়।

সংস্থাটি বলেছে, সংকোচনমুখী বাজেট করা হয়েছে। তাই বাস্তবায়নের ক্ষেত্রে সাম্প্রতিক অতীতের ধারা বজায় রাখলে বড় চাপের মুখে পড়বে দেশের অর্থনীতি। অন্যদিকে বাজেট সংকোচনমূলক হলেও রাজস্ব আহরণের অযৌক্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জাতীয় বাজেটের আকার ৬ শতাংশ কমানো হয়েছে। কিন্তু রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৪ শতাংশ বাড়ানো হয়েছে। তবে বিনিয়োগের ধীর গতি, উচ্চ মূল্যস্ফীতি ও সংস্কারের অভাবে লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হয়ে পড়বে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর বাংলামোটরে উন্নয়ন সমন্বয় কার্যালয়ে আয়োজিত এক বাজেট পর্যালোচনা অনুষ্ঠানে এসব অভিমত তুলে ধরা হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের গবেষণা পরিচালক আব্দুল্লাহ নাদভী।

মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে বাজেট পর্যালোচনা অনুষ্ঠানের আূয়োজন করে বেসরকারি সংস্থা উন্নয়ন সমন্বয় – (ছবি : সংগৃহীত)

মূল প্রবন্ধ উপস্থাপনকালে আব্দুল্লাহ নাদভী বলেন, বাজেটে ইতিবাচক জন-আকাঙক্ষার প্রতিফলন ঘটানো সম্ভব হয়নি। জনমুখী খাতে বরাদ্দের ক্ষেত্রে আরও সাহসী হওয়া যেত। বাজেটে সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোর পাশাপাশি রাজনৈতিক-অর্থনীতির সীমাবদ্ধতার প্রতি সংবেদনশীল থাকার চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বরাদ্দ কমানো হয়েছে। শিক্ষা খাতে নতুন ভবন ও অবকাঠামো নির্মাণে বিনিয়োগ কোথাও কমেছে, কোথাও বেড়েছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ সব করা সম্ভব নয়, তবে কোনো সংস্কার হয়নি।

সারাবাংলা/আরএস

উন্নয়ন সমন্বয় বাজেট ২০২৫-২৬

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর