Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছবির গল্প
রসালো ফলে আষাঢ় ছুঁল মধুমাস

হাবিবুর রহমান সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ১৭:৪৯ | আপডেট: ২৪ জুন ২০২৫ ১৯:৩৪

ঋতু বৈচিত্র্যের এই বাংলাদেশে আভিধানিক অর্থে চৈত্র ‘মধুমাস’। কিন্তু বাঙালির মুখে-জিহ্বায় জ্যৈষ্ঠই এই মাসটির অভিধা পায়। তবে, আবহাওয়াজনিত কারণে এখন সেই মধুমাস দীর্ঘায়িত হয়ে আষাঢ় ছুঁয়েছে। আষাঢ়ের মাঝামাঝিতেও রসালো ফলের সমাহার দেখা যাচ্ছে প্রকৃতিজুড়ে। এখনো আম, জাম, লিচু, কাঁঠাল, জামরুল, তরমুজ, আনারস, কলা ছাড়াও মিলছে লটকন, পেয়ারা, বাঙ্গি। সেইসঙ্গে বাজারে এসেছে কামরাঙা, ছফেদা, গাব, আমড়া। মধু মাসের মিষ্টি ও সুস্বাদু ফল মিশে আছে আমাদের ঐতিহ্যের সাথে। দেশীয় ফল আমাদের সংস্কৃতি, সভ্যতা ও ঐতিহ্যের বড় একটি অংশ। এই ফল পরিবেশের যেমন সৌন্দর্য বৃদ্ধি করে, তেমনি স্বাদ ও পুষ্টিতেও অনন্য। এই সময়ে দেখা মেলে আখেরও। আখের ঠান্ডারসে প্রাণ জুড়িয়ে যায়। রাজধানীর বিভিন্ন বাজার ও ফলমেলা ঘুরে মধুমাসের ফলের সমারহ ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

হাবিবুর রহমান - আরো পড়ুন