Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ১৮:৩৯ | আপডেট: ২৪ জুন ২০২৫ ১৯:৩৪

সুনামগঞ্জ: জেলার তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইউনুস আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ( ২৪ জুন ) বিকেলে ইউনিয়ন পরিষদ সংলগ্ন কাউকান্দি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইউনুস আলী উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের সাদেরখলা গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা।

চেয়ারম্যানের ছোট ভাই জিল্লুর রহমান জানান, তার ভাই নিজ বাড়ি থেকে সিলেট যাওয়ার পথে কাউকান্দি বাজার থেকে তাকে গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ ।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলেয়োর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ৪ আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তিনি সিলেটের একটি মামলার আসামি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর