ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিব হল’-এর নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম করা দেওয়া ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল’। বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।
মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সই করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিন্ডিকেটের সিদ্ধান্ত (সিদ্ধান্ত নং ১২) অনুযায়ী ছাত্রী হলটির নতুন নামকরণ করা হয়েছে।
প্রসঙ্গত, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম ও একমাত্র মহিলা নওয়াব ও নারীশিক্ষার পথিকৃৎ। তিনি অনেকটা নিজের অদম্য ইচ্ছার কারণে শিক্ষিত হন। শিক্ষা, সমাজকল্যাণ ও সেবাব্রতে তিনি অনেক উদাহরণ সৃষ্টি করেছেন।