Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে মব জাস্টিস হচ্ছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ১৯:২২ | আপডেট: ২৫ জুন ২০২৫ ০০:২২

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। ছবি সংগৃহীত

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে ‘মব জাস্টিস’ করা হচ্ছে। দ্রুত এদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। বিএনপি মব কালচারে বিশ্বাস করে না।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর উত্তরায় বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘বাংলাদেশের মাটিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার অবশ্যই হতে হবে। একইসঙ্গে রাষ্ট্র সংস্কারও গুরুত্বপূর্ণ। তবে সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বিএনপি বরাবরই সংস্কারে বিশ্বাসী। এ কারণে বিএনপি অনেক আগেই ৩১ দফা কর্মসূচি দিয়েছে। বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে রাষ্ট্র সংস্কারে মনোযোগ দেবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘দেশের জনগণের সার্বিক খোঁজ-খবর নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এই ৩১ দফা দিয়েই বাংলাদেশকে একটি আধুনিক সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করা সম্ভব। জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী আধুনিক দেশ হিসেবে গড়ে তোলা হবে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক, উত্তরের সদস্য মোতালেব হোসেন রতন, তুরাগ থানা বিএনপির সভাপতি আতিকুর রহমান আতিক, দক্ষিণখান থানার সাবেক সভাপতি শাহাবুদ্দিন সাগর, বিমানবন্দর থানার সাবেক সভাপতি জুলহাস পারভেজ, উত্তরা-পূর্ব থানার সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. এফ ইসলাম চন্দন প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম

অস্থিতিশীল পরিবেশ আব্দুল আউয়াল মিন্টু বিএনপির ভাইস চেয়ারম্যান মব জাস্টিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর