Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতিসংঘ পুনর্গঠন ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়: সাইফুল হক

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ১৯:৪৩ | আপডেট: ২৫ জুন ২০২৫ ০০:২১

বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

ঢাকা: জাতিসংঘকে পুনর্গঠন ও পুনর্বিন্যাস করা ছাড়া দুনিয়াব্যাপী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ইরানে ইসরায়েল-মার্কিন বর্বর আগ্রাসী হামলা বন্ধ করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এ সময় দলটির নেতা ও কর্মীরা গাজা ও ইরানে ইসরায়েলি আগ্রাসনের নানা প্রেক্ষাপট ও ইতিহাস তুলে ধরেন।

বিক্ষোভে মার্কিন সাম্রাজ্যবাদ রাজতন্ত্রকে সমর্থন দিয়ে ইসরায়েলের হত্যাযজ্ঞে মদদ দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। একইসঙ্গে গাজা ও ইরানে ইসরায়েলি আগ্রাসনের যুদ্ধাপরাধী ও গণহত্যাকারীদের বিচারের দাবি জানান তিনি।

বিজ্ঞাপন

দলটির সাধারণ সম্পাদক বলেন, ‘একবিংশ শতাব্দীতে স্বাধীন সার্বভৌম দেশ তার নিজস্ব সিদ্ধান্ত নেবে—তবে অন্য রাষ্ট্রের হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’ মার্কিন সাম্রাজ্যবাদ প্রতিনিয়ত মানবাধিকার ধ্বংস করে গণতন্ত্রকে হত্যা করছে বলেও অভিযোগ করেন তিনি। জাতিসংঘকে পুনর্গঠন ও পুনর্বিন্যাস করা ছাড়া দুনিয়াব্যাপী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলেও জানান তিনি। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে দলটি।

সারাবাংলা/এফএন/এইচআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর