Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক নির্বাচন কমিশনার রাশেদা সুলতানার নাম মামলায় অন্তর্ভুক্তের আবেদন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ২৩:০৯ | আপডেট: ২৫ জুন ২০২৫ ০০:২০

সাবেক নির্বাচন কমিশনার রাশেদা খানম। ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে দিনের ভোট রাতে করার অভিযোগে সাবেক তিন সিইসিসহ মোট ২৪ জনের নামে মামলা করে বিএপির নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দীন খান। তবে এই মামলায় সাবেক নির্বাচন কমিশনার রাশেদা খানমের নাম মামলা থেকে বাদ পড়ে যায়। কী কারণে বাদ পড়ে যায় তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা।

মামলা করার দুইদিন পর মঙ্গলবার (২৪ জুন) রাশেদা খানমের নাম পুনরায় অন্তর্ভুক্ত করতে শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাউল হক বরাবর আবেদন করা হয়েছে।

ওসি ইমাউল হক বলেন, ‘বাদীর একটি আবেদন পেয়েছি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। আদালতে বুধবার (২৫ জুন) সাবেক নির্বাচন কমিশনার রাশেদা খানমের বিষয়ে আবেদন করা হবে। আদালতের নির্দেশ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

মামলার বাদী আবেদনে উল্লেখ করেছেন, ‘২০২৪ সালের ভোটে প্রধান নির্বাচন কমিশনার হাবীবুল আউয়াল যেভাবে অপরাধ করেছেন ঠিক একইভাবে বেগম রাশেদা সুলতানা কমিশনার হিসেবে দায় এড়াতে পারেন না। তিনিও অপরাধের শামিল। বাদীর এজাহারে রাশেদা ‍সুলতানার নাম লেখা হয়েছিল কিন্তু কম্পিউটার টাইপ করতে গিয়ে ভুলে তার নাম বাদ পড়ে যায়। তাই তার নাম অন্তর্ভুক্তের জন্য অনুরোধ করছি।’

এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান বলেন, ‘বাদী পূর্বের এজাহারে রাশেদা সুলতানার নাম অন্তর্ভুক্ত করেছিল তাই তার নাম বাদ পড়লেও যোগ করার সুযোগ রয়েছে। তবে বিষয়টি আদালতের নজরে নির্দেশনা নিয়ে কাজটি সম্পন্ন করতে হবে।’

সারাবাংলা/ইউজে/এইচআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর