Sunday 11 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের উত্তরাখণ্ডে বাস দুর্ঘটনায় ৪৪ জনের মৃত্যু


১ জুলাই ২০১৮ ১৩:২৮ | আপডেট: ১ জুলাই ২০১৮ ১৩:৫৮

|| আন্তর্জাতিক ডেস্ক ||

ঢাকা: ভারতের উত্তরাখণ্ডের গঢ়ওয়াল নৈনিডান্ডার পিপালি-ভোয়ান রোডে ভয়াবহ এক বাস দুর্ঘটনায় অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। এতে আরও তিন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার (১ জুলাই) সকালে উচু রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে হাতাহতের এই ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ এবং দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা ফোর্স (এনডিআরএফ) এর সদস্যরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। তাদের বরাতে এনডিটিভি আরও জানাচ্ছে, রামনগর থেকে ভোয়ানের উদ্দেশ্যে ৪৫ জন যাত্রী নিয়ে ছোট আকৃতির বাসটি ছেড়ে যায়। তবে দুর্ঘটনার কারণ এবং যাত্রীদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে দুমড়ে-মুচড়ে যায় বাসটি। এতে তাৎক্ষণিক ওই যাত্রীদের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন গঢ়ওয়ালের কমিশনার দিলীপ জাওয়ালকার।

সারাবাংলা/এএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর