সান্তোসে তার সময়টা ভালো যাচ্ছিল না। গুঞ্জন উঠেছিল, এই জুনেই ক্লাব ছাড়ছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে অনেক নাটকের পর শেষ পর্যন্ত সান্তোসেই থেকে যাচ্ছেন নেইমার।
গত কয়েক বছরে ইনজুরির সঙ্গে লড়াই করছেন নেইমার। দীর্ঘ এক বছর পর মাঠে ফিরে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের হয়ে তেমন কিছু করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার।
সান্তোসের শুরুটা ভালো হলেও ইনজুরি ও বাজে ফর্মের কারণে আবারও বিপাকে পড়েন নেইমার। এক পর্যায়ে শোনা গিয়েছিল, সান্তোস ছেড়ে ইউরোপে ফেরার কথা ভাবছেন নেইমার। জুনের ৩০ তারিখে শেষ হতো নেইমারের সঙ্গে সান্তোসের চুক্তি।
তবে শেষ পর্যন্ত সান্তোসেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নেইমার। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন তিনি। এই চুক্তি ২০২৬ সালের জুন পর্যন্ত বাড়তে পারে বলেই ধারণা করা হচ্ছে।
২০২৬ সালের ফিফা বিশ্বকাপে ব্রাজিল দলে সুযোগ পেতে এই মুহূর্তে কঠোর পরিশ্রম করছেন নেইমার। সান্তোসে ভালো কিছু করে দেখালে জায়গা মিলবে কার্লো আনচেলত্তির ব্রাজিল স্কোয়াডে, এমন আশাতেই বুক বেধে আছেন নেইমার ভক্তরা।