ঢাবিকে অস্থিতিশীল করার অপপ্রয়াস সহ্য করা হবে না: ঢাবি উপাচার্য
১ জুলাই ২০১৮ ১৪:৩৪
|| ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ||
ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) অস্থিতিশীল করার কোনরকম অপপ্রয়াস সহ্য করা হবে না বলে মন্তব্য করেছে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। রোববার (১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৮তম প্রতিষ্ঠা দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে, শনিবার (৩০ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার জন্য উপস্থিত হন ছাত্র অধিকার সমন্বয় পরিষদের নেতাকর্মীরা। এ সময় তাদের ওপর হামলা হয় এবং আন্দোলনকারী নেতাকর্মীদের ব্যাপক মারধর করা হয়। এসময় গোয়েন্দা সংস্থার এক সদস্যসহ অন্তত ১০ জন আহত হন। কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর গুরুতর আহত হয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আন্দোলনকারীদের অভিযোগ, ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মারধর করে।
এ নিয়ে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রক্টরকে একটি প্রতিবেদন দিতে বলেছি। প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরো বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা পরিপন্থী কোনো অপপ্রয়াস সহ্য করব না। আমি এই বিষয়গুলো জানব। জানার পরে দেখব। আমাদের প্রক্টর ও প্রক্টরিয়াল টিম বিষয়গুলো দেখবে।’
এ ছাড়া, কোটা প্রসঙ্গে উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী কোটা নিয়ে সুস্পষ্টভাবে অনেকগুলো কথা বলেছেন। আশা করি সে বিষয়ে কোনো বিভ্রান্তি থাকবে না। আমাদের মনে রাখতে হবে, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যেকোনো অস্থিতিশীল পরিবেশের প্রথম ও প্রধান শিকার হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ জন্য শিক্ষার্থী ও তাদের পরিবারকে আহ্বান জানাব, যেকোনো অপ্রীতিকর পরিবেশের সঙ্গে যেন কেউ জড়িয়ে না পড়ে।
সারাবাংলা/কেকে/এএস