Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্টার্ন নিয়োগ দিচ্ছে সিঙ্গার বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৫ ১৬:১৩

ঢাকা: ‘ফ্রেশ স্টার্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম’ পদে ১০ কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সিঙ্গার বাংলাদেশ লিমিটেড

পদের নাম: ফ্রেশ স্টার্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম

পদসংখ্যা: ১০টি

চাকরির ধরন: ইন্টার্নশিপ

বেতন: ১৫,০০০ টাকা

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়

কর্মস্থল: নারায়ণগঞ্জ

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

আবেদনের যোগ্যতা: ইইই/এমই/আইইপি/সমমানের বিষয়ে বিবিএ অথবা বিএসসি ডিগ্রি থাকতে হবে।

বিজ্ঞাপন

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীরা এই ঠিকানায় ক্লিক করে আবেদন করতে পারবেন-

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeafuHRAnrgYBSEk-vJ94U2aP1redCKPb4xdJGwmqz7oP1YUQ/viewform?pli=1

সেসঙ্গে কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত এই ঠিকানায় জানা যাবে-
https://jobs.bdjobs.com/jobdetails/?id=1378618&ln=1&JobKeyword=Internship%20at%20singer%20Bangladesh

আবেদনের শেষ তারিখ: আগামী ২৪ জুলাই ২০২৫ পর্যন্ত।

সারাবাংলা/এনএল/এনজে

ইন্টার্ন নিয়োগ সিঙ্গার বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর