Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৫ ১৭:৫৩ | আপডেট: ২৬ জুন ২০২৫ ২০:৪২

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে কৃষক কাজিমউদ্দিন হত্যা মামলায় সোহেল মিয়া (৩৫) নামে এক যুবকের দশ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক মো. সামছুদ্দিন এই রায় দেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শামিমুল আজম লিটন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাদণ্ডপ্রাপ্ত সোহেল মিয়া ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চরপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২৯ ডিসেম্বর সকালে জমি নিয়ে বিরোধের জের ধরে সোহেল মিয়া লাঠি দিয়ে কাজিম উদ্দিনের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। আহত কাজিমউদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় নিহতের ভাতিজা নয়ন মিয়া বাদী হয়ে মামলা করেন। আদালত ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোহেল মিয়াকে দশ বছরের সশ্রমকারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন। এ মামলায় পাঁচজন আসামি খালাস পেয়েছেন।

সারাবাংলা/এসআর

কৃষক হত্যা ময়মনসিংহ যুবকের কারাদণ্ড