Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনআইডি যাচাইয়ে নতুন পদ্ধতি, ব্যাংকগুলোকে ইসির ১০ দিনের সময়সীমা

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৫ ২২:৫৫ | আপডেট: ২৭ জুন ২০২৫ ১৩:৩০

কোলাজ ছবি: সারাবাংলা

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই সেবা নেওয়ার জন্য ব্যাংকগুলোকে নতুন পদ্ধতিতে আসতে ১০ দিন সময় বেঁধে দিয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান।

ইসির নতুন এই পদ্বতিতে তাদের সার্ভারে থাকা নাগরিকদের তথ্য যাচাই সেবাগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো থেকে এনআইডি তথ্য ফাঁসের প্রমাণ মেলায় ব্যাংকগুলোকে আর ঢালাও তথ্য না দেওয়ার সিদ্ধান্ত নেয় সংস্থাটি। এক্ষেত্রে সুনির্দিষ্ট যে তথ্যটি চাওয়া হবে, কেবল সেটি ‘ম্যাচ’ অথবা ‘নট ম্যাচ’ আকারে জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। অর্থাৎ কারো এনআইডি নম্বর দিলেই আর আগের মতো সব তথ্য মিলবে না।

বিজ্ঞাপন

আর এই পদ্ধতিতে আসার জন্য প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি নিতেই ইসি সচিবের সভাপতিত্বে ব্যাংকগুলোর সঙ্গে বৃহস্পতিবার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্যাংকগুলোকে ১০ দিনের সময় দেওয়া হয়।

সারাবাংলা/এনএল/এইচআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর