ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালের কথাতেই স্পষ্ট, শেখ হাসিনার আমলে অনুষ্ঠিত সব নির্বাচন ছিল অবৈধ। এসব নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করেছে।’
রিজভী বলেন, “শেখ হাসিনা দেশকে ‘ডাকাতদের গ্রামে’পরিণত করেছেন। পদ্মা সেতু ও মেট্রোরেলের মতো বড় প্রকল্পের আড়ালে কোটি কোটি টাকা পাচার হয়েছে।”
শুক্রবার (২৭ জুন) দুপুরে রাজধানীর নয়া পল্টনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত রথযাত্রা উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব বলেন।
রিজভী বলেন, ‘দেশের ধর্মীয় সম্প্রীতির মজবুত ভিত্তিকে কোনো অপপ্রচারই ভাঙতে পারবে না।’
তিনি আরও বলেন, “বিএনপির নাম ভাঙিয়ে কিছু লোক নিজেদের স্বার্থে অপকর্ম করে দলকে কলঙ্কিত করছে। তাদের বিরুদ্ধে দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
তিনি দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “রক্ত ও সংগ্রামের মধ্য দিয়ে যে রাজনৈতিক সুযোগ তৈরি হয়েছে, তা রক্ষা করতে হবে। সামনের দিনগুলোতে গণতন্ত্রের ভিত্তি আরও শক্তিশালী হবে।”
অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশের রাজনৈতিক সংকটের সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
তিনি বলেন, “শুধু ক্ষমতার পালাবদল নয়, সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই আমাদের আন্দোলন।”