Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বস্তিতে যৌথবাহিনীর অভিযানে নারীসহ ১৫ জন আটক, মাদক-অস্ত্র উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৫ ১৬:১৯

ফরিদপুর: ফরিদপুর শহরের লক্ষ্মীপুর রেলওয়ে বস্তিতে যৌথবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী শিল্পী বেগমসহ (৩০) ১৫ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে সাড়ে ৪৫ কেজি গাঁজা, ৩৩৭ পিস ইয়াবা, ২১১টি হেরোইনের প্যাকেট, ৬১টি দেশীয় অস্ত্র এবং ২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতভর সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালায়।

সেনা সূত্র জানায়, ফরিদপুর আর্মি ক্যাম্পে গত কয়েক সপ্তাহ ধরে লক্ষ্মীপুর রেলওয়ে বস্তি এলাকায় মাদক পাচার, জোরপূর্বক দখলদারিত্ব এবং স্থানীয় সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে একাধিক অভিযোগ আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে শিল্পী বেগম ও তার পরিবার একটি সুসংগঠিত মাদক নেটওয়ার্ক পরিচালনা করছে। এই চক্রে নারীদের ব্যবহার করে প্রকাশ্যে ইয়াবা, গাঁজা ও হেরোইন বিক্রি করা হচ্ছিল।

বিজ্ঞাপন

অনুসন্ধানে আরও জানা যায়, শিল্পী বেগমের ভারতীয় মাদক পাচার চক্রের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে। ভারত থেকে গাঁজা এনে এই এলাকায় সরবরাহ করে তারা একটি অবৈধ অর্থনৈতিক প্রভাব বিস্তার করে আসছিল। এই তথ্যের ভিত্তিতেই যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদ উজ্জামান জানিয়েছেন, যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ নারীসহ ১৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর