Saturday 30 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় চাঁদা না পেয়ে ভাগ্নের বাড়িতে আগুন দিলেন মামা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৫ ১৭:৫১

পাবনা: পাবনার সুজানগর উপজেলায় ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ভাগ্নের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে মামা আব্দুল আজিজ মোল্লার বিরুদ্ধে। এ ঘটনা ৭ থেকে ৮ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (২৭ জুন) দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভাগ্নে ইমন মাহমুদ। এর আগের দিন বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের হুদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভূক্তভোগী ইমন মাহমুদ হুদারপাড়া গ্রামের সোহরাব শেখের ছেলে। তিনি একজন ফ্রিল্যান্সার।

অভিযুক্ত টুটুল মোল্লা ওই এলাকার আব্দুল আজিজ মোল্লার ছেলে। তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। তিনি একাধিক মামলার আসামি।

বিজ্ঞাপন

অভিযোগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১০ জানুয়ারি ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন আপন মামা টুটুল মোল্লা। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় ভাগ্নে ইমনকে বিভিন্নভাবে হেনস্থা ও প্রাণনাশের হুমকি দেন মামা। বৃহস্পতিবার রাতে আগুন দিয়ে ভাগ্নের বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠে। এতে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ভাগ্নে।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত টুটুল মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করা হয়েছে। মামলা নথিভুক্ত করা হবে।

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর