Saturday 28 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনবিআরের আন্দোলনকারীদের সঙ্গে মঙ্গলবার ফের আলোচনার আহ্বান সরকারের


২৮ জুন ২০২৫ ১৩:৫১ | আপডেট: ২৮ জুন ২০২৫ ১৪:২৬

ঢাকা: সংস্কার নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চলমান অচলাবস্থা নিরসনে আন্দোলনরত ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ নেতাদের ফের আলোচনার আহ্বান জানিয়েছে সরকার।

সরকার নির্ধারিত সময়সূচি অনুযায়ী, মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৪টায় ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’, ‘রাজস্ব বোর্ড সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি’ এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যদের মধ্যে এ ত্রি-পক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। গত ২৫ মে অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তির আলোকে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ সংশোধনের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৭ জুন) রাতে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর আগে সঙ্কট নিরসনে গত বৃহস্পতিবার (২৬ জুন) ঐক্য পরিষদ নেতাদের আলোচনার আমন্ত্রণ জানিয়েছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। কিন্তু এতে সাড়া দেন নি আন্দোলনকারীরা।

এদিকে বৃহস্পতিবারের বৈঠকে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ নেতারা যোগ না দিলেও সৃষ্ট অচলাবস্থা নিরসনে অর্থ উপদেষ্টার কার্যালয়ে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। ড. সালেহ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অর্থ সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ডের ১৬ জন সদস্য অংশগ্রহণ করেন।

অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে তিনটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো হচ্ছে- (ক) এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে ঘোষিত কমপ্লিট শাটডাউন এবং মার্চ টু এনবিআর কর্মসূচী প্রত্যাহার করা;

(খ) জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ইস্যুকৃত কর্মকর্তাগণের দু’টি সাম্প্রতিক বদলির আদেশ পুন:বিবেচনা করা; এবং

(গ) আগামী মঙ্গলবার (১ জুলাই ) বিকাল ৪টায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ, রাজস্ব বোর্ড সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যদের সঙ্গে গত ২৫ মে ২০২৫ তারিখে অর্থ মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রেস রিলিজের আলোকে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ সংশোধনের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার প্রত্যাশা করে যে, আগামী ১ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য সভায় আলোচনার মাধ্যমে সকলের মতামতের ভিত্তিতে ৩১ জুলাই, ২০২৫ এর মধ্যে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ এর প্রয়োজনীয় সংশোধন করা সম্ভব হবে।

এছাড়া অনুষ্ঠিত বৈঠকে দেশের ব্যবসা-বাণিজ্য, আমদানি-রফতানিসহ জনগণের সেবাদান কার্যক্রম সচল রাখাসহ বৃহত্তর জাতীয় স্বার্থে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচি এবং মার্চ টু এনবিআর কর্মসূচী প্রত্যাহার করে জাতীয় রাজস্ব বোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারীদের নিজ দপ্তরে অবস্থান করে সকল কার্যক্রমে মনোনিবেশ করার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়।

অর্থ উপদেষ্টা অর্থ মন্ত্রণালয় এনবিআর এনবিআর সংস্কার ঐক্য পরিষদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর