Saturday 28 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলের দিকে ইয়েমেনের একাধিক ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুন ২০২৫ ১৫:৪২ | আপডেট: ২৮ জুন ২০২৫ ১৭:০৯

ছবি: সংগৃহীত

ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে শনিবার (২৮ জুন) একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বিষয়টি নিশ্চিত করেছে। তারা সামাজিক মাধ্যম এক্স (পূর্ব টুইটার)-এ জানিয়েছে, ‘দক্ষিণ ইসরায়েলে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের পর সাইরেন বেজেছে।’

ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাৎক্ষণিকভাবে সক্রিয় হয়ে ওঠে এবং ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টা চালানো হয়। এখন পর্যন্ত কোনো সরাসরি আঘাত বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

এই হামলা এমন এক সময় ঘটল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও ইরানের মধ্যে একটি অস্ত্রবিরতির চুক্তি হয়েছে। ২৪ জুন ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই চুক্তি গ্রহণ করে, যা ট্রাম্প ২৩ জুন রাতে ঘোষণা করেছিলেন। চুক্তিটি আসে ইরানের কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে সীমিত আকারের ক্ষেপণাস্ত্র হামলার পর। ইরানের এই পালটা আঘাত ছিল মার্কিন বাহিনীর আগে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিক্রিয়া।

বিজ্ঞাপন

এর আগে ১৩ জুন ইসরায়েল ‘অপারেশন রাইজিং লায়ন’ চালু করে, যার মাধ্যমে তারা ইরানের একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায়।

ইয়েমেন থেকে শনিবারের (২৮ জুন) ক্ষেপণাস্ত্র হামলাকে এই অস্ত্রবিরতির ওপর একটি বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। যদিও এই হামলা ইরানের সঙ্গে সমন্বয় করে করা হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়, তবে ধারণা করা হচ্ছে, ইরানঘনিষ্ঠ হুতি বিদ্রোহীরা এই হামলার সঙ্গে জড়িত হতে পারে।

সারাবাংলা/এনজে

ইয়েমেন ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর