Saturday 28 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হজ শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৭৪৮ হাজি

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৫ ১৭:৫৮ | আপডেট: ২৮ জুন ২০২৫ ১৯:৫২

ছবি: সংগৃহীত

ঢাকা: সৌদি আরবে ২০২৫ সালের পবিত্র হজ শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৫৬ হাজার ৭৪৮ জন বাংলাদেশি হাজি।

শুক্রবার (২৭ জুন) পর্যন্ত ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পাঁচ হাজার সাতজন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫১ হাজার ৭৪১ জন।

হজযাত্রী পরিবহনে তিনটি বিমান সংস্থা যুক্ত ছিল। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ২৪ হাজার ৯৭২ জন , সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ২৩ হাজার জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে আট হাজার ৭৭৬ জন হাজিকে।

এ পর্যন্ত মোট ১৪৯টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৬৬টি, সৌদি এয়ারলাইন্স ৬০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৩টি ফ্লাইট পরিচালনা করেছে।

বিজ্ঞাপন

হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত মোট ৪১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ১১ জন নারী। হজ অফিসের বুলেটিন থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

‎উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন মুসল্লি হজে গিয়েছিলেন। ২৯ এপ্রিল থেকে শুরু হয়েছিল সৌদি আরবে যাত্রা। শেষ ফ্লাইটটি গিয়েছিল ৩১ মে। হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

সারাবাংলা/এনএল/এসডব্লিউ

দেশে ফেরত হজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর