Saturday 28 Jun 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনের পরিচালনা ম্যানুয়েল চূড়ান্তে ইসির বৈঠক কাল

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৫ ১৮:৪৬ | আপডেট: ২৮ জুন ২০২৫ ২১:০৩

নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঢাকা: আগামীকাল (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিচালনা ম্যানুয়েল ও প্রশিক্ষণ ম্যানুয়েল হালনাগাদ এবং চূড়ান্ত মুদ্রণের জন্য বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৬ জুন) নির্বাচন ব্যবস্থাপনা ও সম্বনয় শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের সই করা এ সংক্রান্ত বৈঠকের অফিস আদেশ থেকে তথ্য জানা গেছে।

অফিস আদেশ বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন পরিচালনা ম্যানুয়েল ও প্রশিক্ষন ম্যানুয়েল হালনাগাদ/আপডেট সংক্রান্ত কার্যক্রম গ্রহণ ও চূড়ান্ত মুদ্রণের জন্য পাণ্ডুলিপি প্রস্তুতের জন্য গঠিত কমিটির একটি সভা আগামীকাল (রোববার) বেলা ১১টায় কমিটির আহ্বায়ক উপসচিব, নির্বাচন পরিচালনা-২ অধিশাখার অফিস কক্ষে (কক্ষ নম্বর: ২১৩) তার সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

ইসির সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, নির্বাচনের জন্য একটি পরিচালনা ম্যানুয়েল ও প্রশিক্ষণ ম্যানুয়েল প্রয়োজন হয়, তা হালনাগাদ করে চূড়ান্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছিল, সেটির বৈঠক আগামী রোববার (২৯ জুন) অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্বে করবেন নির্বাচন পরিচালনা-২ শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন।

সারাবাংলা/এনএল/এসডব্লিউ

ইসির বৈঠক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কমিশন (ইসি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর