হত্যা-নাশকতাসহ ১১ মামলায় খালেদা জিয়ার শুনানি পাঁচ আগস্ট
১ জুলাই ২০১৮ ১৬:২৮
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা হত্যা ও রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলার শুনানির তারিখ পিছিয়ে আগামি ৫ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। রাজধানীর পুরান ঢাকার বকশিবাজার অস্থায়ী ঢাকা মহানগর দায়রা জজের বিচারক কে এম ইমরুল কায়েশ আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে নতুন তারিখ ঠিক করেন।
রোববার (১ জুলাই) মামলাগুলো শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়ার পক্ষে হাইকোর্ট মামলাগুলো স্থগিত করেছেন জানিয়ে শুনানি পেছানোর আবেদন করেন তার আইনজীবীরা।
আদালতে খালেদা জিয়ার আইনজীবীদের মধ্যে ছিলেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সৈয়দ জয়নুল আবেদীন মেজবা, জিয়া উদ্দিন জিয়াসহ প্রমুখ। খালেদা জিয়ার মামলাগুলোর মধ্যে রয়েছে রাজধানীর দারুস সালাম থানার নাশকতার ৮টি, যাত্রাবাড়ী থানার ২টি ও রাষ্ট্রদ্রোহের ১টি মামলা।
এদিকে, এই মামলাগুলির মধ্যে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। অপর ১০টি মামলা ছিল অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য।
গত বছর ২৫ জানুয়ারি মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যে করার অভিযোগে এনে আদালতে রাষ্ট্রদ্রোহের মামলাটি দায়ের করা হয়। এছাড়া গত ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা হামলা হয়। এতে বাসের ২৯ যাত্রী দগ্ধ হন।
ওই ঘটনায় ২০১৫ সালের ২৪ জানুয়ারি খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা করেন থানার উপপরিদর্শক এসআই কে এম নুরুজ্জামান। ওই বছরের ৬ মে খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক বশির আহমেদ।
অন্যদিকে, ২০১৫ সালে দারুস সালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে আটটি মামলা দায়ের করা হয়। এই আট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আসামি করা হয়।
আরও পড়ুন: মান্নান খান দম্পতির মামলার শুনানি ৭ অক্টোবর
সারাবাংলা/এআই/এমও