পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলায় পুকুরের পানিতে পড়ে ইসরাফিল ইসলাম সাফায়েত (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ জুন) সকালে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু সাফায়েত ওই এলাকার আরিফুজ্জামান মিঠুর ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে সাফায়েত বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় তার মা শাপলা আক্তার রান্নায় ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর ছেলেকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখে চিৎকার শুরু করলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
হাড়িভাসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইয়েদ নুর ই আলম মৃৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান জানিয়েছেন, শিশুটির মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা রুজু করা হয়।