Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ সিইসির বিরুদ্ধে মামলাটি পিবিআইতে হস্তান্তর

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৫ ১১:৫৯ | আপডেট: ২৯ জুন ২০২৫ ১৭:৫৭

তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনার।

ঢাকা: তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ শেরেবাংলা নগর থানায় করা বিএনপির মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত করছিলো।

রোববার (২৯ জুন) সকাল ১১টায় তিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার তালেবুর রহমান মামলা হস্তান্তরের বিষয়টি জানিয়েছেন।

পিবিআই জানিয়েছে, আজ গ্রেফতার সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে তিনদিনের রিমান্ডে শেষে আদালতে পাঠানো হবে। তবে দ্বিতীয় দফায় কোন রিমান্ড চাইবে না পিবিআই।

গত ২২ জুন রাজধানীর শেরেবাংলা নগর থানায় দিনের ভোট রাতে করা ও ডামি নির্বাচনের অভিযোগ এনে সাবেক তিন সিইসিসহ ২৪ জনের নামে মামলা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দীন খান। ওইদিন রাতে সাবেক সিইসি নুরুল হুদাকে উত্তরা থেকে গ্রেফতার করা হয়। এরপর আরেক সিইসি হাবিবুল আউয়ালকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর