Sunday 21 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্লাব বিশ্বকাপ ২০২৫
মেসিকে আটকাতে কী পরিকল্পনা সাজাচ্ছে পিএসজি?

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২৫ ১৬:২২

আজ পিএসজির মুখোমুখি মেসি

শক্তিমত্তায় পিএসজির চেয়ে যোজন যোজন পিছিয়ে তারা। তবে ইন্টার মায়ামি অবিশ্বাস্য এক জয়ের স্বপ্ন দেখছে শুধুমাত্র একজন মানুষের কল্যাণেই। সেই লিওনেল মেসিকে ঠেকাতে আটঘাট বেধে নামবে পিএসজি, সে বলাই বাহুল্য। ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের পিএসজি-মায়ামি হাই ভোল্টেজ ম্যাচের আগে পিএসজি কোচ লুইস এনরিকে জানালেন, মেসিকে ঠেকাতে বিশেষ পরিকল্পনা সাজাচ্ছেন তারা।

মেসিকে তার বহুদিনের চেনা। বার্সেলোনায় এনরিকের অধীনেই বহু শিরোপা জিতেছেন মেসি। বার্সা ছেড়ে মেসি খেলেছে পিএসজিতেও। তবে সেখানে আলো ছড়াতে পারেননি, উলটো অনেক ক্ষোভ নিয়েই পিএসজি ছাড়তে বাধ্য হয়েছেন মেসি।

বিজ্ঞাপন

ক্লাব বিশ্বকাপে বহুদিন পর আবার সেই পিএসজির মুখোমুখি হচ্ছেন মেসি। এনরিকে বলছেন, মেসিকে আটকাতে হলে বিশেষ কিছুই করতে হবে তাদের, ‘যারা ১০ সেকেন্ড হলেও ফুটবল দেখেছে, তারা জানে মেসি কেমন। মায়ামিতে সুয়ারেজ, আলবা, বুস্কেটসও আছে। তাদের পা থেকে বল কেড়ে না নিতে পারলে তারা আপনাকে ভোগাবে। তাদের মাসচেরানোর মতো একজন দুর্দান্ত কোচও আছে। সব মিলিয়ে আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে। আমরা তাকে ঠেকানোর সর্বোচ্চ চেষ্টাই করব।’

এই ম্যাচে মেসি বড় ভূমিকা রাখবেন বলেই বিশ্বাস এনরিকের, ‘ক্লাব বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে এমন প্রতিপক্ষের বিপক্ষে খেলা, যাদের দলে মেসি রয়েছে। এটা দারুণ একটা ব্যাপার। সে আমাদের সবার জন্যই রোল মডেল। সে অনেক বছর ধরেই সমান তালে ভালো ফুটবল খেলছে।’

আজ রাত ১০টায় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে শেষ ১৬ এর লড়াইতে মুখোমুখি হবে ইন্টার মায়ামি ও পিএসজি।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো