Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালবাগে সম্পত্তি নিয়ে বিরোধে আত্মহত্যার অভিযোগ


১ জুলাই ২০১৮ ১৮:০৩ | আপডেট: ১ জুলাই ২০১৮ ১৮:০৪

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর লালবাগের নবাবগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধে শরিফ হোসেন (৪৫) নামের এক ব্যাক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। রোববার (১ জুলাই) দুপুর ২টার দিকে নবাবগঞ্জ হোসেন উদ্দিন খান রোড ২য় লেনের দ্বিতীয় তলা বাসায় এই ঘটনা ঘটে।

স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বেলা পৌনে ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের দায়িত্বরত উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে।

মৃত শরিফ হোসেনের একমাত্র ছেলে মোহাম্মদ হোসেন জানান, বাবা গত ৫ বছর ধরে ডায়াবেটিকস ও প্যারালাইজড রোগে ভুগছিলেন। এরপর সম্পত্তি নিয়ে চাচা আরিফ হোসেনের সাথে তার দ্বন্দ্ব চলছিলো। কয়েকদিন আগেও এ নিয়ে এলাকাতে সালিশ হয়েছে। ২দিন পর আবার সালিশ হওয়ার কথা ছিলো। বড় ভাই আরিফের সাথে সম্পত্তি নিয়ে এই ঝামেলায় মানসিক চাপে পড়েই তার বাব আজ বাসার জানলার গ্রিলের সাথে লোহার শিকল দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন: কামরাঙ্গীরচরে ডোবায় পড়ে যাওয়া শিশু উদ্ধার, নিখোঁজ ১

সারাবাংলা/এসএসআর/এমও

বিজ্ঞাপন

আইসিইউতে সাইফ আলী খান
১৬ জানুয়ারি ২০২৫ ১৬:৩৭

আরো

সম্পর্কিত খবর