ক্যাম্পাস সবুজায়নের লক্ষ্যে ‘মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান ২০২৫’-এর অংশ হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি তিতুমীর কলেজ শাখা।
আজ রোববার (২৯ জুন) তিতুমীর কলেজ প্রাঙ্গণের বিভিন্ন পাকা স্থানে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন তারা।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ ড. রেজওয়ানুল হক, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ ও সমাজসেবা সম্পাদক। এ সময় আরও উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি আলফে সানি এবং সেক্রেটারি মুনতাসির আনসারি সহ অন্যান্য নেতারা।
এ সময় প্রধান অতিথি, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ ও সমাজসেবা সম্পাদক হাফেজ ড. রেজওয়ানুল হক বলেন, “ছাত্রশিবির শুধু শিক্ষার্থীদের পড়ালেখা নিয়ে চিন্তা করে না, বরং দেশের সামগ্রিক পরিবেশ এবং প্রতিটি ক্যাম্পাসের সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়েও গুরুত্ব দিয়ে কাজ করে। পরিবেশ শিক্ষার অংশ হিসেবেই ছাত্রশিবির প্রতিবছর জুন মাসে নিয়মিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে।”
তিনি আরও বলেন, “আমরা বাংলাদেশের সকল ছাত্রসমাজের প্রতি আহ্বান জানাই—তারা যেন এই পরিবেশ রক্ষার আন্দোলনে অংশগ্রহণ করে এবং পরিবেশের প্রতি সচেতন হয়।”
এ সময় তিনি ২০০২ সালের পলিথিন নিষিদ্ধ আইন প্রসঙ্গে সমালোচনা করে বলেন, “দুঃখজনক হলেও সত্য, দুই যুগ পেরিয়ে গেলেও দেশে পলিথিন নিষিদ্ধের কার্যকর বাস্তবায়ন হয়নি। এমনকি পলিথিন নিষিদ্ধের যে স্লোগান ছিল, সেটিও আমরা আজ ভুলে গিয়েছি।”
তিতুমীর কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি আলফে সানি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি।” এ সময় তিনি সকলকে গাছ লাগানোর আহ্বান জানান।
ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে জানতে চাইলে তিতুমীর কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. আতিকুজ্জামান বলেন, “ছাত্রশিবিরের এই উদ্যোগকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই।” তিনি আরও বলেন, “ছাত্রশিবির একটি মানবিক সংগঠন, যারা দায়িত্ববোধ, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে।”