Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের বাস্তবতায় উচ্চকক্ষের কোনো প্রয়োজন নেই: সিপিবি

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৫ ২১:২৯ | আপডেট: ৩০ জুন ২০২৫ ০০:২৭

বামজোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স

ঢাকা: বাংলাদেশের বাস্তবতায় উচ্চকক্ষের কোনো প্রয়োজন নেই বলে মনে করছে বাম জোট। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য সংসদ প্রতিষ্ঠায় সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুর দাবি জোটটির।

রোববার (২৯ জুন) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের সংলাপের সপ্তম দিন শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন বামজোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘সংলাপে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ নিয়ে আলোচনা হয়েছে। এ প্রসঙ্গে সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) তাদের সুনির্দিষ্ট অবস্থান তুলে ধরেছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘৯০ দশক থেকে শুরু করে বাংলাদেশের যে পার্লামেন্ট, যেটাকে উনারা নিম্নকক্ষ বলতে চান, আমরা ওটাকেই এখন প্রধান মনে করি। পার্লামেন্টে সংখ্যা পদ্ধতিতেই নির্বাচন করতে পারলে নির্বাচনে বিভিন্ন সমাজের প্রতিনিধি এবং টাকার খেলা দূর করে আমরা এগিয়ে যেতে পারতাম।’

প্রিন্স দুঃখ প্রকাশ করে বলেন, ‘উচ্চকক্ষ নিয়ে বিস্তারিত আলোচনা হলেও সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির বিষয়টি আলোচনায় আসেনি। আজকে আমরা বলেছি বাংলাদেশের বাস্তবতায় উচ্চকক্ষ একেবারেই অপ্রয়োজনীয়। আগেই একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য পার্লামেন্ট করা প্রয়োজন বলে মনে করি।’

উচ্চকক্ষ গঠনের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ‘প্রাথমিক আলোচনায় যা দেখতে পাচ্ছি উচ্চকক্ষ মানে হচ্ছে বিভিন্ন মানুষকে এখানে নিয়ে এসে বসানো।’

প্রিন্স আরও বলেন, ‘মূল কথা হলো, বাংলাদেশের বাস্তবতায় একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য পার্লামেন্ট দরকার এবং আগামী পার্লামেন্টেই সংখ্যানুপাতিক পদ্ধতিতে যাওয়া যায় কিনা, তা নির্ধারণ করা উচিত। এটিই (সংখ্যানুপাতিক পদ্ধতি) বাংলাদেশের জন্য উপযুক্ত হবে।’

সারাবাংলা/এফএন/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর