Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জের হাওরে প্রাণ গেল স্কুলছাত্রের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৫ ১৫:৩২

প্রতীকী ছবি

সুনামগঞ্জ: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নে হাওরের স্রোতের পানিতে ডুবে মো. রোহান মিয়া (৯) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ জুন) সকালে স্কুলে যাওয়ার পথে গাছগড়া নামক স্থানে স্রোতের কবলে পড়ে পানিতে তলিয়ে যায়।

নিহত রোহান উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামের মো. সোহেল মিয়ার ছেলে। সে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্বজনরা জানায়, স্কুলে যাওয়ার পথে ভাঙা রাস্তা পারাপারের সময় রোহান পানির স্রোতে তালিয়ে যায়। এসময় সঙ্গে থাকা শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রোহানকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিলে তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত বলেন, অভিযোগ না থাকায় মরদেহ তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর