Friday 03 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ দিনের রিমান্ডে সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৫ ১৭:৩১ | আপডেট: ৩০ জুন ২০২৫ ১৮:৫৭

সাবিনা আক্তার তুহিন। ছবি: সংগৃহীত

ঢাকা: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে দু’দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৩০ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত এ আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চাওয়া হয়।

আদালতে রিমান্ডের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে আসামির জামিন চান তার আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে সাবিনার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

গত ২২ জুন গভীর রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের আওনা গ্রামে বাবার বাড়ি থেকে সাবেক এই এমপিকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

সারাবাংলা/আরএম/পিটিএম