Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে বন্দরে ফিরল প্রাণ: তামাবিল, সুতারকান্দি ও জকিগঞ্জে শুরু আমদানি-রফতানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৫ ২২:৫১

সিলেট: সিলেটের তামাবিল স্থলবন্দরে আবারও কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। এনবিআরের শাটডাউনের কারণে প্রায় শতভাগ রফতানিনির্ভর সিলেটের স্থলবন্দরগুলোর কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। শাটডাউন তুলে নেওয়ায় সুতারকান্দি স্থলবন্দর ও জকিগঞ্জ শুল্ক বন্দরে স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম চলছে।

তামাবিল আমদানি-রফতানিকারক ব্যবসায়ী গ্রুপের ম্যানেজার ইমরান আহমেদ সারাবাংলাকে জানান, সোমবার (৩০ জুন) সকালে পাথর আমদানির মাধ্যমে তামাবিল বন্দরে কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। বর্তমানে আরও কয়েকটি পণ্যবাহী ট্রাক রফতানির অপেক্ষায় আছে।

তামাবিল স্থলবন্দরের কাস্টমস রেভিনিউ অফিসার আজিজুল ইসলাম নিশ্চিত করেছেন যে রফতানিকারকদের কাগজপত্র জমা নেওয়ার পর যথাযথ নিয়মে পণ্যের ছাড়পত্র দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, সোমবার পাথর ও মিথানল আমদানি হলেও কোনো পণ্য রফতানি হয়নি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতের আসাম ও ত্রিপুরাসহ সাতটি পাহাড়ি রাজ্য থেকে মূলত চুনাপাথর ও মিথানল আমদানি হয়। একইসাথে কিছু প্লাস্টিকজাত পণ্য ও ওষুধ ভারতে রফতানি করা হয়ে থাকে।

সারাবাংলা/এসআর

আমদানি-রফতানি তামাবিল সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর